জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি, এসি ল্যান্ড) কানিজ আফরোজ সাপের কামড়ে আহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। কানিজ আফরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী ভূমি অফিসের সার্ভেয়ার দেবাশিস কর্মকার জানান, আজ উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় গৃহনির্মাণের জন্য খাস জমি প্রদর্শনে জনবল নিয়ে যান এসি ল্যান্ড কানিজ আফরোজ। প্রদর্শনের এক সময় তার পায়ে একটি ছোট ডারাস সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘এসি ল্যান্ড কানিজ আফরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১২ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘এসি ল্যান্ড কানিজ আফরোজ জনবল নিয়ে গৃহনির্মাণের জন্য খাস জমি প্রদর্শনে যান। পরিদর্শনের সময় তাকে একটি সাপ কামড় দেয়। বিষয়টি জানার পর জেলা প্রশাসককে অবগত করে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।