জুমবাংলা ডেস্ক : গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সাবেক দুই চেয়াম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুইজন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়াম্যান প্রার্থী এবং একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করছেন বলে অভিযোগে রয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান খান সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যহতি পূর্বক বহিষ্কার করা হয়। এর আগে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পদ থেকে গত ১৩ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়।
অপর দিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আক্তারউজ্জামান শুকুরকে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ হোসেন দুলাল এ তিনজনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেন দুলাল জানান, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র বা অন্য কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কাজ করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আগামি ২৬ ডিসেম্বর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।