Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।মাহমুদুল আমিন চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল গফুর চৌধুরী।
আগামীকাল সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা নামাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
মাহমুদুল আমিন সিলেট জেলা বারের সাবেক আইনজীবী। তিনি সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর বাবা ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মাহমুদুল আমিন চৌধুরী ২০০১ সালে প্রধান বিচারপতি হন। ২০০২ সালের ১৭ জুন তিনি অবসর গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



