জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকার শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শান্তিনগর পীরের গলি থেকে গ্রেপ্তারের পরপরই তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে রাখা হয়।
গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, “এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।”
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে।
আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আন্দোলনের মধ্যে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে যে হত্যা মামলা হয়েছে, গোলাম দস্তগীর গাজীও তাতে আসামি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ৫ অগাস্ট সরকার পতনের পর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের কারখানায় হামলা ও লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।