জুমবাংলা ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দোকান ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে জনসাধারণ এর জন্যে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে।
যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেছেন,
আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সকল অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা ইতোমধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।
যমুনা গ্রুপ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সকল অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে।
যমুনা গ্রুপের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে বলে এতে আরও বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।