Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে ইরান ছাড়াও রাশিয়া, আর্মেনিয়া ও বেলারুশের সামরিক বাহিনী অংশ নিচ্ছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ইস্পাহান প্রদেশের কাশান শহরে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ প্রতিযোগিতার মুখপাত্র আলী বেলালি বলেছেন, আগামী ২৮ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার অংশ। ৩৪টি বিভাগে ১২টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ইরান বর্তমানে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। নিজেদের বিজ্ঞানীরাই এসব ড্রোন নির্মাণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।