জুমবাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি নারীদের অংশগ্রহণে এক অনলাইন আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
এতে ‘বিশ্ব নারী দিবস’ উদযাপনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। দূতাবাসের শ্রম সচিব মকিমা বেগম, দ্বিতীয় সচিব মিসপি সরেনসহ কোরিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠিত সফল নারীরাও সভায় বক্তব্য রাখেন।
প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বকে চিহ্নিত করতে মার্চ মাসের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে মহিলাদের নানান সমস্যার মোকাবিলা করতে হয়। এই দিন পালনের মধ্য দিয়ে এই বিষয়টিকেও সকলের সামনে তুলে ধরে সচেতনতা প্রসারের চেষ্টা চালানো হয়ে থাকে।
আন্তর্জাতিক নারী দিবসের এ বছরের থিম ছিল-‘নেতৃত্বে নারী: কোভিড ১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।