জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে সিএনজিতে বসা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২০ মার্চ) দুপুর ১টায় রাজনগর উপজেলার ফতেহপুর খেয়াঘাট বাজারে এই সংঘর্ষ হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। ফতেহপুর ইউনিয়নের বেড়কুড়ি ও তুলাপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি আবুল হাসেম।
ওসি জানান, দুই গ্রামবাসীর মধ্য ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১২টি দোকান ভাংচুর ও লুটপাট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার ২০ মার্চ সকালে দুই জন নির্মাণ শ্রমিক অটোরিক্সায় (সিএনজিতে) উঠা নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে। পরে দুই গ্রামের দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা দুই গ্রামের সংঘর্ষে রূপ নেয়।
আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতেহপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী মুজাম্মিল আলী জানান, সকালে কিছু একটা নিয়ে মারামারি হয়। পরে দুই গ্রামের মানুষ লাঠি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমাদের বাজারের অনেক দোকান ভাঙচুর হয়।
মৌলভীবাজারের রাজনগর থানার ওসি আবুল হাসেম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।