সিডনির পূর্ব ক্যাম্পবেলটাউন কমিউনিটি হলে আজ (২৩ আগস্ট) অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর গজল সন্ধ্যা। এতে সুরের মূর্ছনায় মেতে উঠলো অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
গজল সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন রুমানা হক, সঙ্গে ছিলেন শোহেল খান, বিজয় শাহা ও রুশনান। তাঁদের সমন্বিত পরিবেশনা মুগ্ধতা ছড়ায় দর্শক-শ্রোতাদের মনে। রুমানা হক তাঁর গানের গুরু অপরিজিতা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। অপরিজিতা চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে শ্রোতাদের ধন্যবাদ জানান ও শিল্পীর সফলতা কামনা করেন।
বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হয়, যা রাত পর্যন্ত চলে নানা সুরেলা পরিবেশনার মধ্য দিয়ে। বিকাল সাড়ে ৫টায় নামাজ স্ন্যাকস ও চা বিরতির পর আবারও জমে ওঠে গানের আসর। এ সময় রিপা ও রুশনান গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান এশ।
প্রথমে বাড়িতে আয়োজনের পরিকল্পনা থাকলেও শীতল আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের কারণে অনুষ্ঠানটি কমিউনিটি হলে স্থানান্তর করা হয়। এতে অতিথিদের জন্য তৈরি হয় আরামদায়ক ও সুশৃঙ্খল পরিবেশ। মাগরিবের নামাজের পর নার্গিস, কান্তা, সুমি ও রিপার সৌজন্যে পরিবেশন করা হয় স্ন্যাকস ও চা।
শিল্পীদের সম্মান জানাতে এবং তাঁদের অনুপ্রাণিত করতে আয়োজক কমিটি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানের শাড়ি স্পন্সর করে প্রিমিয়াম বাংলাদেশি ফ্যাশন হাউস “লাভিস (Lavish)”। সাউন্ড সিস্টেমে ছিলেন মাহদী এবং ক্যামেরায় ছিলেন অশোক অধিকারী।
এই গজল সন্ধ্যা প্রবাসী বাংলাদেশি সমাজে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মত দেন সবাই। নৈশভোজ পরিবেশনের মাধ্যমে গজল সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।