
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। খবর সিরীয় বার্তা সংস্থা সানার।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে দামেস্কে সেনাঘাঁটি লক্ষ্য করে গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরাইল।
তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করার দাবি করছে সিরিয়া। ইসরাইল এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।
দামেস্কে সিরিয়ার সেনাঘাঁটি ছাড়াও ইরানপন্থি সশস্ত্র সংগঠন ও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়ে আসছে ইসরাইল।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে ইসরাইল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।