জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক দীপক কুমার সিংহ বলেন, সিএনজিচালিত অটোরিকশাচালক পেট্রল পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কে বের হন। এ সময় বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে একই দিকে যাওয়া একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক দীপক কুমার সিংহ আরও জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এনে রেখেছেন। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।