স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেন দলে ডাক পেয়েছেন এসি মিলানের অভিজ্ঞ স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ। ইনজুরির কারনে এক মাসেরও বেশী সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ইব্রা।
এ প্রসঙ্গে সুইডেনের কোচ জেনি এ্যান্ডারসন বলেছেন, ‘গত মাসে ৪০ বছরে পা রাখা ইব্রা আগামী ১১ নভেম্বর জর্জিয়া ও ১৪ নভেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’
পাঁচ বছরের আন্তর্জাতিক অবসর কাটিয়ে গত মার্চে দলে ফেরার ঘোষনা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ফিরে আসার পর তৃতীয়বারের জাতীয় দলে ডাক পেলেও খেলেছেন মাত্র দুটি ম্যাচ। মার্চে তিনি বাছাইপর্বের দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন। উভয় ম্যাচেই সুইডেন জয়লাভ করে। কিন্তু হাঁটুর ইনজুরির কারনে ইউরো ২০২০ শুরুর প্রাক্কালে দল থেকে ছিটকে পড়েন ইব্রা। মধ্য সেপ্টেম্বরে এসি মিলানে ফিরে আসার পর ইব্রাহিমোভিচ পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন, যে কারনে সেপ্টেম্বরের বাছাইপর্বের ম্যাচে আর খেলতে পারেননি। মধ্য অক্টোবরে মিলানে ফিরে তিনি টানা পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন। রোববার রোমার বিপক্ষে ১৫০তম সিরি-এ গোল করেছেন।
৬ ম্যাচ পর স্পেনকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে ১৫ পয়েন্টসহ গ্রুপ-বি’র শীর্ষস্থানে অবস্থান করছে সুইডেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।