সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশ তার বীর সন্তানদের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ সরকার ও জনগণ প্রার্থনা করছে।
নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনের মাধ্যমে সরকার আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলাদেশ।নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং সেখানকার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে সব ধরনের সহায়তা দিতে একসঙ্গে কাজ করছে।
উল্লেখ্য, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার খুদে বার্তায় এ কথা জানায়।
এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



