জুমবাংলা ডেস্ক : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
লঞ্চের একটি ইঞ্জিনে ত্রুটির বিষয়টি নিয়ে আপত্তি জানালে যাত্রীদের ওপর এবং সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিআইডব্লিউটিএ লঞ্চটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
সেই সঙ্গে লঞ্চের ম্যানেজার মিজানসহ স্টাফদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বন্দর কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সুরভী-৯ লঞ্চে যান্ত্রিক ত্রুটি এবং সাংবাদিক ও যাত্রীদের ওপর হামলার ঘটনাকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও করেছি আমি।
এর আগে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় লঞ্চটির ম্যানেজার মিজানের বিরুদ্ধে দুটি মামলা করে দুই ক্যামেরাপারসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।