স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে নেদারল্যান্ডসে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আয়াক্স পরিদর্শনে যান বাবর আজমরা। সেখানে ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বিখ্যাত এই ডাচ ক্লাবটির সিইও এডউইন ভ্যান ডার সার বাবরকে উদ্দেশ করে বলেন, ‘সে কি মেসি?’ উত্তরে পাক লেগ স্পিনার শাদাব খান বলেন, ‘সে ক্রিস্টিয়ানো (রোনালদো) ও মেসির মিশ্রণ।’
পরিদর্শনকালে ফুটবলারদের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেন পাকিস্তানি ক্রিকেটাররা। দুই খেলার নিয়ম-কানুন নিয়ে আলোচনা করেন তারা।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়াক্সের অধিনায়ক ডুসান টেডিক নিজেদের মধ্যে জার্সি বদল করেন
বাবরদের কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন ভ্যান ডার সার। উচ্ছ্বসিত সার টুইটারে ক্রিকেটারদের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগছে। দুটি ভিন্ন খেলার লোকেরা যখন একত্রিত হয়, তখন বিষয়টি খুবই মজার। উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ। ’
উল্লেখ্য যে ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।