পাবনার ঈশ্বরদীতে আটটি ছানাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া সেই মা কুকুরকে নতুন দুটি কুকুরছানা দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘ঈশ্বরদীয়ান’। নতুন দুই ছানা পেয়ে আবারও মমতায় ভরে ওঠে অসহায় মা কুকুরটির জীবন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একে একে মারা যায় মা কুকুরটির আটটি ছানা। নিজের ছানাদের খুঁজে কান্না, আর্তনাদ ও ছুটোছুটি—এভাবেই কেটেছে তার প্রতিটি মুহূর্ত। পুরো এলাকার মানুষও ব্যথিত হয়ে পড়ে তার এ অসহায়তায়। এমন সময় পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। তারা দুটি নবজাতক ছানা খুঁজে এনে মা কুকুরটির কাছে দেয়। আশ্চর্যজনকভাবে ছানাগুলোর গন্ধ পেয়ে মুহূর্তেই বুকের ভেতর জড়িয়ে নেয় সে। যেন হারানো সন্তানদের শূন্যতা পূরণ করতে নতুন করে জীবনে ফিরে এসেছে দুইটি ছোট প্রাণ।
স্থানীয়রা জানান, মা কুকুরটি এখন ছানাদুটিকে নিজের দুধ খাওয়াচ্ছে, আগলে রাখছে এবং পুরো সময় তাদের পাহারা দিচ্ছে। কয়েক দিন পর তার চোখে প্রথমবারের মতো শান্তির ছাপ দেখতে পান এলাকাবাসী।
এ দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “মানবিকতা শুধু মানুষের মধ্যেই নয়—ভালোবাসা সব প্রাণীরই ভাষা।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



