জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে দামি ব্রান্ডের মোটরসাইকেল চুরি করে বিক্রি করায় অভিযুক্ত সেই রাফাতুল ইসলাম রুবেলকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। কিন্তু একই মামলার অন্য আসামি গোলাম মোস্তফা ওরফে টেরা মোস্তফা এখনও অধরা।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (তাহিরপুর) বিচারক মো. খালেদ মিয়া জামিন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
রুবেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বহুল আলোচিত মাদক, হুন্ডি ও অস্ত্র চোরাকারবারী রফিকুল ওরফে কালা রফিকের ভাই।
পুলিশ জানায়, তাহিরপুর থানায় ২৯ অক্টোবর দায়েরকৃত মোটরসাইকেল চুরির মামলায় রুবেল এজাহার নামীয় আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার গোপনে সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন নিতে যান তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। কিন্তু একই মামলার অপর আসামি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের গোলাম মোস্তফাকে ধরতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ুয়া সাংবাদিকের কিশোর ছেলেকে পরিকল্পিতভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় ফাঁসান এই মোস্তফা ও তার গ্যাং।
উল্লেখ্য, টেকেরহাটের নবম শ্রেণির ওই ছাত্রের বাবা একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার। অতীতে এ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারই প্রতিশোধ হিসেবে ওই সাংবাদিকের ছেলেকে মোটরসাইকেল চুরির মামলায় ফাঁসানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এর আগে ২০১৪ সালে সংবাদপত্রে চক্রটির অপকর্ম তুলে ধরেন ওই সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে ওই বছরের ২৯ মার্চ সাংবাদিকদের চতুর্থ শ্রেণিতে পড়া ছেলের ওপর এসিড নিক্ষেপ করে তারা। চলতি বছরের ৩১ আগস্ট একই চক্রের সদস্যরা দুই দফায় মোটরসাইকেল চাপা দিয়ে ওই ছাত্রকে আহত করে।
ভুক্তভোগী সাংবাদিক বিষয়টি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভায় অবহিত করেন। সভায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মামলা ও হয়রানির বিষয়টি তুলে ধরা হয়।
এ সময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক, জেলার বিভিন্ন থানার ওসি, ইউএনও ও জেলা পর্যায়ে কর্মরত সব গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সোমবার তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, আসামি রুবেলকে শিগগিরই রিমান্ডে নিয়ে সাজানো মোটরসাইকেল চুরির ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। পলাতক মোস্তফাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।