স্পোর্টস ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা বিরতি কাটাবে পাকিস্তান।
সেলক্ষ্যে ইতিমধ্যে ৩৫ সদস্যের বিশাল বহর নিয়ে ইংল্যান্ডে অবস্থান করছে বাবর আজমরা।
ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে ব্যস্ত তারা।
তবে এরইমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮ বছরের এক ক্ষুদে ভক্তের সঙ্গে দারুণ সময় কাটালেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম।
সেই ক্ষুদে ক্রিকেটারের নাম সামিয়া আফসার। হ্যাঁ সামিয়া সেই সমর্থক যে শিশুটির একটি ব্যাটিং প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছিল।
তার অসাধারণ সব ক্রিকেটীয় শট দেখে বিস্মিত হয়েছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
সামিয়ার ব্যাটিং টেকনিক তার চেয়েও ভালো বলে মন্তব্য করতে কার্পণ্য করেননি সাঙ্গাকার।
এবার বাবর আজমকে সেই ক্ষুদে সেলিব্রেটির সঙ্গে কথা বলার সুযোগ করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভিডিও কনফারেন্সে সামিয়াকে ব্যাটিং টিপস দিলেন বাবর। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।
ক্ষুদে ভক্তের সঙ্গে সাক্ষাতের পর বাবর আজম বলেন, ‘সামিয়ার মত এক ক্ষুদে ভক্তের সঙ্গে কথা বলে সত্যিই অনেক ভালো লাগছে। তার সেই ব্যাটিংয়ের ভিডিও দেখে তো আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বলে সে যেভাবে টাইটিং করে, তা সত্যিই অতুলনীয়। একজন গ্রেট ব্যাটসম্যান হওয়ার সব প্রতিভাই তার মধ্যে রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে অবশ্যই আমি তার সঙ্গে সাক্ষাৎ করব।’
আর পাক অধিনায়কের সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বসিত সামিয়া পিসিবির অফিসিয়াল প্রেস রিলিজে জানিয়েছে, ‘আমি বাবর আজমের একজন বড় ভক্ত। আমি তার মতো সুপারহিরো হতে চাই। একদিন আমিও আমাদের নারী দলের হয়ে খেলবো। বাবর আজম যেমনটা পুরুষ দলের হয়ে খেলছেন।’
সামিয়া আফসারের ভাইরাল সেই ব্যাটিং ভিডিও দেখুন –
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।