জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামানের সাথে আজ সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রোসাটম (Rosatom) এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সেই লিখাচেভ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে মহাপরিচালক রোসাটম অত্যন্ত পেশাদারিত্বের সাথে রূপপুর পারমানবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও, প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে যৌথ সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি, খোজিন উপস্থিত ছিলেন।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।