স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে টাইগাররা। প্রোটিয়াদের হারিয়ে স্বপ্নের শুরুর পর হারিয়েছে উইন্ডিজ ও আফগানিস্তানকে। ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে। তাইতো এই বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বদেশী সাবেক স্পিনার মুরালি কার্তিক।
আফগানিস্তানের বিপক্ষে যে মাঠে বার বার হারের শঙ্কার পর কোন মতে ১১ রানের জয় পেয়েছিল ভারত। একই মাঠে সোমবার আফগানদের হেসে খেলেই ৬২ রানে হারিয়েছে টাইগাররা। এমন পারফরম্যান্সের পর ভারতকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মুরালি কার্তিক।
এক ভিডিও বার্তায় কার্তিক বলেন, ‘ক্রিকেটে অদ্ভুত বিষয় ঘটে থাকে। আপনি জানেন না কি হতে যাচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ(ভারতকে মরণ কামড় দেবে সেমিফাইনালে যাওয়ার জন্য।
তিনি আরো উল্লেখ করেন, ‘বাংলাদেশ এখন উন্নতির পথে। এটাই তাদের প্রেরণা। আর এর আগে বিশ্বকাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আমি বলছি না যে ভারত বিপদে আছে। আমি বলছি ভারতকে সতর্ক থাকত হবে।’
উল্লেখ্য, আগামী ২ জুলাই বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।