স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সব ম্যাচেই আল রিহলা বল দিয়ে খেলা হয়েছে। কিন্তু সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলা হবে অন্য বলে। যার নাম ‘আল হিলম’। যার অর্থ স্বপ্ন।
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস বানিয়েছে এই বিশেষ বল। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আল হিলম বলে আইএমইউ সেন্সর ব্যবহার করা হয়েছে। যার ফলে স্বয়ংক্রিয়ভাবে খেলোয়াড়দের অবস্থান নির্ণয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে নির্ভুলভাবে অফসাইড শনাক্ত করা যাবে।
এবারের বিশ্বকাপের একাধিক ম্যাচে অফসাইড নিয়ে বিতর্কে সৃষ্টি হয়েছিল। আরও নিখুঁতভাবে অফসাইড শনাক্ত করতে প্রযুক্তি-সংবলিত বলটি প্রস্তুত করা হয়েছে। বলটি স্থানীয় পরিবেশ ও তাপমাত্রার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানায় ফিফা।
আল হিলম বলের সোনালি ত্রিভুজাকার নকশা দোহা শহর ঘিরে ঝকঝকে মরুভূমিকে ইঙ্গিত করে। এ ছাড়া বিশ্বকাপ ট্রফির রং ও কাতারের জাতীয় পতাকার প্যাটার্ন থেকে অনুপ্রাণিত হয়ে বলের ডিজাইন করা হয়েছে। প্রতিটি বিশ্বকাপেই ফুটবল সরবরাহের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান নতুনত্ব নিয়ে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।