স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। পথুম নিসাঙ্কার অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে শ্রীলঙ্কা। ফলে, সেমিফাইনালে ওঠতে হলে ইংল্যান্ডকে করতে হবে ১৪২ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫.৪ ওভারে কোন উইকেট হারিয়ে ৬৬ রান।
শনিবার (৫ নভেম্বর) সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুশাল মেন্ডিস। এরপর ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা ও দাসুন শানাকারা ব্যাট হাতে সুবিধা করতে না পারলে বিপাকে পড়ে শ্রীলঙ্কা।
লংকানদের পক্ষে ব্যাট হাতে অর্ধ-শতকের দেখা পান পথুম নিসাঙ্কা। পাঁচটি ছয় ও দুই চারে ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মার্ক উড। ৩ ওভারে ২৬ রান খরচায় তিন উইকেট লাভ করেন তিনি।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, দাওয়িদ মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।