জুমবাংলা ডেস্ক : লন্ডন আল আকসা মসজিদের খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদ হাসান আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশে আসছেন।
তিনি বিমান যোগে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে সোমবার সকাল ১১ টায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি গাজিপুর, কালিয়াকৈরস্থ রতনপুর মারকাযুল কুরআন মাদরাসায় যাবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মারকাযুল কুরআন মাদরাসা কর্তৃক আয়োজিত ইসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মারকাযুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মুফতী আবু তাহের সিদ্দিকী।
তিনি আরো জানান, তিনি ঢাকা ও সিলেটের বেশ কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। পরে ২৮ ডিসেম্বর দুবাইর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দুইদিন অবস্থান করে আরো কয়েকটি ইসলামী প্রোগ্রামে অংশগ্রহণ করে লন্ডন ফিরবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


