স্পোর্টস ডেস্ক : এআই নকশায় সৌদি আরবে বিশ্বের প্রথম গেমিং ও ইস্পোর্ট সেন্টার (ইলেকট্রনিক স্পোর্টস)। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদে একটি বিনোদন মেগা প্রজেক্ট কিদ্দিয়ায় সিটিতে ‘গেমিং ও ইস্পোর্ট ডিস্ট্রিক্ট’ তৈরির পরিকল্পনা উন্মোচন করেছে কর্র্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মেগা প্রকল্পের নতুন এই অংশে বিভিন্ন ইভেন্টের জন্য ডিজাইন করা চারটি ইস্পোর্ট ভেন্যু থাকবে। এই চার ভেন্যুতে প্রায় ৭৩ হাজার আসন থাকবে। ভেন্যুগুলোর মধ্যে একটি ৫ হাজার ৩০০ আসনবিশিষ্ট, যা বিশ্বের ইস্পোর্ট স্টেডিয়ামগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম। সৌদি আরবের এই গেমিং ও ইস্পোর্ট ডিস্ট্রিক্টটিতে আরও থাকবে বিশ্বের সব ইস্পোর্ট স্টেডিয়ামগুলোর মধ্যে বৃহত্তম স্ক্রিন। সর্বমোট ৫ লাখ বর্গমিটারের এই গেমিং ডিস্ট্রিক্টটিতে ডাইনিং, বিনোদন ও অন্যান্য কাজের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি এতে আরও থাকবে খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য গেমিং-থিমযুক্ত অ্যাপার্টমেন্ট ও হোটেল।
গেমিং ও ইস্পোর্ট ডিস্ট্রিক্টটিতে থাকবে সারা বিশ্ব থেকে ২৫টি পর্যন্ত ইস্পোর্টস ক্লাব ও ৩০টিরও বেশি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানির জন্য আঞ্চলিক সদর দপ্তর। কিদ্দিয়ায় সিটি ইনভেস্টমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ বিন নাসের আলদাউদ বলেন, ‘গেমিং এবং ইস্পোর্টস সেক্টরের দ্রুত প্রসার হচ্ছে। আর আমরা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা পর্যবেক্ষণ করছি। আমাদের দায়িত্ব হবে বড় ইভেন্ট ও টুর্নামেন্টের আয়োজন করা।’ তিনি আরও বলেন, ‘কিদ্দিয়া শহরের গেমিং ও ইস্পোর্ট ডিস্ট্রিক্টটি শুধুমাত্র ইস্পোর্ট পেশাদারদের জন্যই নয় বরং সব স্তর ও বয়সের গেমিং উৎসাহীদের জন্য এটি তৈরি হবে -আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।