অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরবে ৬০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সৌদি এয়ারলাইন্স জানায়, চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে সৌদি আরবে মোট ৬০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে নির্ধারিত ফ্লাইট ৪০টি। আর বাকি ২০টি বিশেষ ফ্লাইট।
বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে ফেরাতেই এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলোয়াইদি।
তিনি বলেন, প্রবাসীদের ফেরাতেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে সৌদি এয়ারলাইন্স। এতে প্রায় ২২ হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।