আন্তর্জাতিক ডেস্ক : শ্রম আইনে ঐতিহাসিক সংস্কার এনেছে সৌদি আরব সরকার। এর ফলে এখন থেকে দেশটিতে বেসরকারি খাতে কর্মরত প্রবাসী শ্রমিকরা নিজেদের কাজের গতিশীলতা উন্নতকরণ, ইচ্ছে মতো প্রতিষ্ঠান পরিবর্তন এবং মালিকদের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। আজ রবিবার (১৪ মার্চ) থেকে নতুন এ আইনটি কার্যকর হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, আকর্ষণীয় জব মার্কেট গড়ে তুলতে সৌদি সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের নিয়োগ বিষয়ক ‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এ আইনে প্রবাসী শ্রমিকদের সরাসরি সরকারি চাকরিতে আবেদন করারও অনুমতি দেবে।
সৌদি সরকারের শ্রম সংস্কার উদ্যোগের (এলআরআই) মধ্য দিয়ে দেশটিতে কর্মরত অন্তত ১ কোটি প্রবাসী শ্রমিক সুবিধা পাবেন এবং একটি প্রতিযোগিতামূলক ও নায্য কাজের পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সৌদি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকরা। তারা এটিকে কর্মসংস্থানের ক্ষেত্রে বৃহত্তর সুযোগ হিসেবে দেখছেন।
দেশটিতে বিগত পাঁচ বছর ধরে বসবাস করা ভারতীয় নাগরিক ইমরোজ আবদুল রহমান বলেন, সৌদিতে আসার পর থেকে এটিই এখন পর্যন্ত সেরা অর্জন।
তিনি বলেন, চার বছর আগে পুরনো প্রতিষ্ঠান ছাড়ার মুহূর্তে এবং নতুন একটি কোম্পানিতে যুক্ত হওয়ার সময় প্রক্রিয়াটি বেশ জটিল এবং কষ্টসাধ্য ছিল। সমস্যাটি সমাধান করতে প্রায় এক মাস লেগে যায়।
এ বিষয়ে সৌদি আরবের তথ্য প্রযুক্তি সংস্থা বায়ত আল-এদারাহর চেয়ারম্যান আবদুলঘনি আল- আনসারী বলেন, নতুন শ্রম সংস্কার আইন বেসরকারি সেক্টর বিশেষত ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।