বাংলাদেশে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সৌদি বাদশাহর শোক

আন্তর্জাতিক ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি আরব। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো শোকবার্তায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। (ফাইল ছবি)

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সৌদি বার্তা সংস্থা এসপিএ’র বরাতে সৌদি গ্যাজেট জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো বার্তায় লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ।

এছাড়া, পৃথক বার্তায় সৌদি যুবরাজও লঞ্চ দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে।