জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সফরের সময় এ চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী রবি ও সোমবার রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন বৈঠক ও সফর প্রস্তুতির কথা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি রাষ্ট্রদূত বিদ্যুৎ ও নবায়ণযোগ্য জ্বালানি খাত এবং সৌদি আরব থেকে বাংলাদেশে সম্ভাব্য নতুন প্রস্তাবসহ বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দপ্তর এ দেশে সৌদি আরবের যেকোনো প্রস্তাব এগিয়ে নিতে প্রস্তুত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বর্তমান জ্বালানি তেল সংকটের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সৌদি আরব থেকে আরো সহযোগিতা প্রত্যাশা করেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, তিনি সৌদি অংশীদারদের কাছে বিষয়টি তুলে ধরবেন।
পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্প্রতি সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ এ দেশে সৌদি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌদি আরব সফরের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সৌদি রাষ্ট্রদূত বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পররাষ্ট্রমন্ত্রীর অব্যাহত সমর্থন ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।