জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে ভবনের তিনতলা থেকে স্বামী লাথি মরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশকে বলেছেন, মাদক কেনার টাকা না পেয়ে তাঁর স্বামী তাঁকে লাথি দিয়ে ফেলে দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনার পর প্রতিবেশীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
টপি বেগম (৩০) নামে ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর তাঁর স্বামী অনিক পালিয়েছেন বলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, অনিক নেশাগ্রস্ত। মাঝে মাঝেই নেশার টাকার জন্য তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। আজ দুপুর ৩টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য টপি বেগমকে রামেক হাসপাতালে নিয়ে যান।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ জানান, টপি কোমড়ে আঘাত পেয়েছেন। ভেতরে ক্ষতও থাকতে পারে। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কি না সেটি এক্সরে করার পর বলা যাবে। রোগীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।