স্ত্রীকে পুড়িয়ে হত্যার কথা আদালতে স্বীকার করলেন স্বামী

স্ত্রীকে পুড়িয়ে হত্যার কথা আদালতে স্বীকার করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালতে তিনি অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্ত্রীকে পুড়িয়ে হত্যার কথা আদালতে স্বীকার করলেন স্বামী

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন,  আসামির ব্যবহৃত গাড়ি ও পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সুমন তার প্রথম স্ত্রী শিমু, দেড় বছরের শিশু সন্তান ও নিজের মাকে নিয়ে রানাভোলায় থাকতেন। দুই বছর আগে গোপনে বিলকিস বেগম (২৬) নামের একজনকে বিয়ে করে নয়াপাড়া এলাকায় থাকতে শুরু করেন। দুই স্ত্রীর সংসার নিয়ে হিমশিম খাচ্ছিলেন সুমন। দ্বিতীয় স্ত্রী তার সংসার খরচ বেশি দেওয়ার জন্য চাপ দিলে সুমন পরিকল্পিতভাবে কালীগঞ্জের পূর্বাচল এলাকায় বেড়ানোর কথা বলে নিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। ২০ মে চিকিৎসাধীন অবস্থায় বিলকিস মারা যান।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হলে ২১ মে রাতে জিএমপির বাসন থানার নাওজোড় এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব।

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু