বিনোদন ডেস্ক : স্ত্রী পূরবী নন্দীর হাতে রান্না করা শুঁটকি মাছ ভীষণ প্রিয় ছিল সংগীতশিল্পী সুবীর নন্দীর। শেষ যেদিন খেয়েছেন সেদিন বলেছিলেন, বাসায় ফিরে আবার তিনি তার প্রিয় এই খাবারটি খাবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছিলেন। কিন্তু তার আগেই এলো বিষাদে ভরা খবর। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই শিল্পী।
রাজধানীর গ্রিন রোডের বাসায় শেষ বিদায়ের স্মৃতিটুকু মনে করে থেমে থেমে বিলাপ করছিলেন সুবীর নন্দীর স্ত্রী পূরবী নন্দী।
তিনি বলছিলেন, ‘শেষ বার যখন বাসা থেকে বের হন, সেদিন আমার রান্না করা শুঁটকি মাছ খেয়েছিলেন। বলেছিলেন, খুব স্বাদ হয়েছে। ফিরে এসে আবার খাবেন। কিন্তু উনি আর এলেন না, কখনো আসবেনও না।’
যখন সুবীর নন্দী সুস্থ ছিলেন তখন তিনি প্রায় রাতেই স্ত্রী পূরবী নন্দীকে ডেকে বলতেন, ‘এত সাধের পৃথিবীটাও একদিন ছেড়ে যেতে হবে। ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। আমি যখন থাকব না, তখন জ্বেলে দিও সন্ধ্যা প্রদীপ। এই পৃথিবীটা কতই সজীব।’
সুবীর নন্দীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার বাসায় গিয়েছিলেন খুরশিদ আলম, রফিকুল আলম, শুভ্র দেব, বাদশা বুলবুল, কবির বকুলসহ সংগীত জগতের আরও অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।