নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘নির্বাচন আমাদের আদায় করতে হবে, নাকি যারা আছেন তারা স্বেচ্ছায় সুন্দরমতো একটা নির্বাচন অনুষ্ঠান করবেন, এই বিষয়টি জনগণ এখনো অনুমান করতে পারছে না। আমরাও অনুমান করতে পারছি না। আমরা ১৭ বছর ধরে আন্দোলন করছি একটি নির্বাচনের জন্য। এ দাবি নতুন কিছু না। ইতিবাচক কথা ডিসেম্বরের মধ্যে নাকি নির্বাচন। এটা সত্য-মিথ্যা জানি না। তবে এই নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি জাতীয় সরকার নির্বাচন হবে, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য? না আমরা জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য।’’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন গয়েশ্বর।
তিনি বলেন, ‘‘আমরা নির্বাচনের কথা শুনি না। সকাল-বিকাল সংস্কারের কথা শুনি। সারাদিন সংস্কারের জারি গান কেন? এই জারি গান শোনার দরকার নেই। আপনার একটা ভোট দেবেন। ভোট হওয়ার জন্য কতটুকু সময় দরকার আমরা জানি। সুতরাং, সংস্কার করতে কত সময় লাগবে ওই সময়টা বলে দেন। আমার মনে হয় আপনাদের অনন্তকাল লাগবে। তার মানে সারাজীবন দরকার এই অন্তর্বর্তী সরকার। কিন্তু জনগণ বলে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। সরকারের কাছে অনুরোধ করে বলব, আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাহিরে পথ চললে হোঁচট খেতে পারেন। ধাক্কা দিলেও খেতে পারেন, না দিলেও খেতে পারেন।’’
তিনি বলেন, ‘‘জুলাই-আগস্ট ছাত্রদের আন্দোলনে প্রথম থেকেই আমরা তাদের নৈতিক সাপোর্ট দিয়েছে। তারপর দিয়েছি সর্বোত্তম সমর্থন। এরপর ছদ্মবেশে ঢুকে গেছি সেই আন্দোলনে। আমরা খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির নাম নিয়ে আন্দোলন করেনি। আমরা ছদ্মবেশে ছাত্রদের হয়ে কাজ করেছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বলেছিলাম, অভিভাবকের সাপোর্ট নিতে, সেই অভিভাবক আমরা।’’
গয়েশ্বর বলেন, ‘‘নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। এই অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধতায় না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাই উনি এখন ব্যস্ত ছাত্রদের নিয়ে। জনগণ জাহান্নামে যাক, চালের দাম কত বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো কি দ্বিগুণ হলো, এগুলো তার দেখার বিষয় না, দায়বদ্ধতা নেই। তার দায়বদ্ধতা ছাত্রদের নিয়ে। এজন্য ডানে বায়ে তিনজন ছাত্রদের প্রতিনিধি বসিয়ে নিয়েছে। তারা সারারাত বইসা দল বানায়। শুনলাম শুক্রবার দল ঘোষণা করবে ভালো কথা। আপনার সরকারে মন্ত্রিসভায় যারা আছেন তাদের নামিয়ে দেন। গাছের আগারটাও খাবেন, তলেরটাও খাবেন তা হবে না। একটা খাইতে হবে। হয় রাজনৈতিক দল করে মাঠে নামেন, না হলে সরকারে বসে খাচ্ছেন খান চুপ করে।’’
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবীর খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।
গাজীপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে প্লাটফর্মে মানববন্ধন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।