স্বপ্নেরা কি সব জ্বালাতন করে ঘুমের ঘোরে,
কখনো রাজা, কখনো বাদশাহ বানায় মোরে।
কখনো হই “আলেকজান্ডার দি গ্রেট”,
কখনো বা হয়ে যাই “পিটার দি গ্রেট”,
কখনো হয়েছি প্লেটো, কখনো বা সক্রেটিস,
কতবার যে “ইউরেকা” বলে হয়েছি আর্কিমিডিস।
হোমার হয়ে, লিখেছি কতো “ইলিয়াড-ওডিসি”,
“ক্রাইম এন্ড পানিশমেন্ট” রচেছি, যেন দস্তয়ভস্কি,
আমারই মস্তিস্কপ্রসুত ইবসেন এর “ডলস্ হাউজ”
আরও আছে মপাসাঁর বিখ্যাত “দি নেকলেস”।
কখনো বেন জনসন হয়ে দ্রুত লয়ে যাই দৌড়ে,
কখনো বা পাইলট হয়ে উড়ে বেড়াই ঘুরে ঘুরে,
ড. ইউনুস হয়ে বক্তৃতা দেই নোবেল জয়ের,
ওমর ইশরাক হই, যেন আমি সিইও ইনটেলের।
ওনারা সবাই দুনিয়াতে এসেছে যেহেতু আমার আগে,
বাকী রাখেনি করতে কোন কিছু, যা ছিল আমার ভাগে।
মাশরাফীর অধ্যবসায় দেখে ভাবি “কে ঠেকায় মোরে”,
কিন্তু, ঘুম থেকে উঠতে গিয়েই যে আবার ঘুমে ধরে।
কখনো চলে যাই “আর্মস্ট্রং-অলড্রিন” হয়ে ঐ চাঁদে,
বাস্তবে পা ফসকে পড়ে যাই, উঠতে গিয়েই ছাদে।
মোহাম্মদ মেজবাহ উদ্দিন
বাগানবাড়ি, বাসাবো, ঢাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।