জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় গৃহবধূর শরীর আগুনে ঝলসে দেয়ার অভিযোগে স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে একই এলাকায় শারমিন নামে ওই গৃহবধূর গায়ে আগুন দেন স্বামী ও শাশুড়ি।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার দুপুরের পর থেকে ফের নির্যাতন শুরু করেন কোরবান আলী ও তার মা কুলসুম। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্যাস লাইটার দিয়ে শারমিনের ম্যাক্সিতে আগুন লাগিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্বামী। এতে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় সদর উপজেলার কাবিলের বাজার এলাকা থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।