জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে মারধর থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে ভাতিজাদের লাঠির আঘাতে খোতেজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোতেজা বেগম হিরামানিক গ্রামের সোলায়মান আলীর স্ত্রী। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সোলায়মানের ভাতিজা মুন্নার স্ত্রী কোহিনুর বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে চাচা সোলায়মান আলীর সঙ্গে তার ভাতিজা আলম, জাহাঙ্গীর ও মুন্নাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় ভাতিজাদের হাত থেকে স্বামী সোলায়মান আলী বাঁচাতে গেলে লাঠির আঘাতে ঘটনাস্থলেই খোতেজা বেগম নিহত হন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোলায়মানের ভাতিজা মুন্নার স্ত্রী কোহিনুর বেগমকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।