জুমবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল দুপুরে গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাকে শ্রদ্ধা জানানোর সকল অনুষ্ঠান ও একাধিক জানাযা বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী। প্রয়াত নাসিমকে সিরাজগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।
শনিবার রাতে মোহাম্মদ নাসিমের মৃতদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়। সেখান থেকে আজ সকালে মরদেহ তার ধানমন্ডির বাসায় নেওয়ার কথা। পরে নেওয়া হবে বনানী কবরস্থানে।
হাসপাতালে টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।