নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে সড়কে কার্যকর হয়েছে।
‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এই আইনটি প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর এটি বাস্তবায়ন শুরু হলো। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে ২২ অক্টোবর গেজেট জারি করে সরকার।
২০১৭ সালের ২৭ মার্চ মন্ত্রিসভা আইনটির খসড়ায় অনুমোদন দেয়। এরপর গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হলেও তার কার্যকারিতা ঝুলে ছিল।
কার্যকর হওয়া নতুন আইনে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ১০ হাজার টাকা জরিমানা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাস জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর আগে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ৪ মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড।
এছাড়া কর্তৃপক্ষ ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতি ড্রাইভিং লাইসেন্স তৈরি, প্রদান ও নবায়ন করলে শাস্তি অনধিক ২ বছর। এছাড়া নিবন্ধন ছাড়া গাড়ি চালালে অনধিক ৬ মাসের জেল বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
নতুন আইন মতে, ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ পেরোনো ফিটনেস সনদ ব্যবহার করে ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপুর্ণ গাড়ি চালালে ৬ মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আগের তুলনায় শাস্তি বাড়ানো হয়েছে।
সড়ক পরিবহন আইনে উল্লেখ করা শাস্তি-জরিমানা:
১। অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
২। উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
৩। লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনাধিক ১০ হাজার টাকা জরিমানা।
৪। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের জেল বা ২৫ হাজার টাকা অথবা উভয় দণ্ড।
৫। নিবন্ধন ছাড়া গাড়ি চালালে ৬ মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
৬। ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ৬ মাসের জেল বা ২৫ হাজার টাকা অথবা উভয় দণ্ড।
৭। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করলে বা অতিরিক্ত ভাড়া দাবি কিংবা আদায় করলে ১ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা এমনকি চালকের ১ পয়েন্ট কাটা যাবে।
৮। ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট রাখা হয়েছে। আইন ভঙ্গে জেল-জরিমানা ছাড়াও লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। পুরো ১২ পয়েন্ট কাটা গেলে লাইসেন্স বাতিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।