জুমবাংলা ডেস্ক: গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে তাদের মুখে ওষুধ দিচ্ছেন এক মশককর্মী।
এ ঘটনার পর ডেঙ্গু আতঙ্কের মধ্যে হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ঐ কর্মীকে।
বরখাস্ত সেই মশককর্মীর নাম মোহাম্মদ হুমায়ূন কবির। সে মশক নিবারণ অধিদপ্তরের অধীন কর্মী ছিলেন।
আজ সোমবার (৫ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয় বলে জানান এ এস এম মামুন।
এর আগে গত ৩ আগস্ট (শনিবার) আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ দিতে দেন হুমায়ূন। দ্রুতই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।