জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাজেদুর রহমান সুমন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজেদুর রহমান শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।
জানা গেছে, সম্প্রতি সুমাইয়া আখতার নামে এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৭ বছরের ছেলেকে মাদরাসায় ভর্তির জন্য জয়পুরহাটে ভালো ক্যাডেট মাদরাসার খোঁজ চেয়ে একটি পোষ্ট করেন। ওই পোস্টে সুমন হজ্ব, মাদরাসা শিক্ষা ও নারীদের সম্মানহানি করে মন্তব্য করেন।
এসব কমেন্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মতিন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে বুধবার সন্ধ্যায় সাজেদুর রহমানকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, সাজেদুর রহমান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।