Advertisement
জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের একাংশ ভাঙার অভিযোগে নুর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।
আটক নুর আলম উপজেলার রঘুনাথপুর মহল্লার (মহিলা কলেজের পেছনে) হাসান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নুর আলম হঠাৎ পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে ম্যুরালের টাইলসে আঘাত করতে শুরু করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহয়তায় পুলিশ তাকে আটক করে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইটের আঘাতে ম্যুরালের পূর্ব অংশের তিনটি টাইলস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.