বিতর্ক, বিলম্ব ও কারিগরি জটিলতায় ঘেরা নির্বাচনের তিন সপ্তাহের বেশি সময় পর হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনপুষ্ট আসফুরাকে বুধবার বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সিএনই। খবর রয়টার্সের।

সিএনই জানায়, আসফুরা পেয়েছেন ৪০ দশমিক ৩ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্র-ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী সালভাদোর নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক৫ শতাংশ ভোট। ক্ষমতাসীন লিব্রে দলের প্রার্থী রিক্সি মনকাদা অনেক পিছিয়ে তৃতীয় হন।
খুব কাছাকাছি ফল ও ভোট গণনার বিশৃঙ্খলার কারণে প্রায় ১৫ শতাংশ ফলাফল—লক্ষাধিক ব্যালট—হাতে গুনতে হয়। ভোটের পরবর্তী সপ্তাহগুলোতে লিব্রে দল ‘নির্বাচনী অভ্যুত্থান’ অভিযোগ তুলে বিক্ষোভ ডাকে, যা হাতে গণনার কাজ ব্যাহত করে।
দুই নির্বাচন কমিশনার ও একজন ডেপুটি ফল অনুমোদন দিলেও কমিশনের তৃতীয় সদস্য মার্লন ওচোয়া বিজয় ঘোষণার ভিডিওতে উপস্থিত ছিলেন না। নাসরাল্লা ফল প্রত্যাখ্যান করে বলেন, গণনার বাইরে রাখা ব্যালট অন্তর্ভুক্ত হয়নি। তবে তিনি সমর্থকদের শান্ত থাকতে এবং সহিংসতা এড়াতে আহ্বান জানান। এটি তার তৃতীয়বারের মতো ব্যর্থ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া।
বিজয় নিশ্চিত হওয়ার পর আসফুরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘হন্ডুরাস, আমি দায়িত্বের জন্য প্রস্তুত। আপনাদের হতাশ করব না।’ তিনি ২০২৬–২০৩০ মেয়াদে আগামী ২৭ জানুয়ারি দায়িত্ব নেবেন।
আসফুরা ব্যবসাবান্ধব এজেন্ডা নিয়ে প্রচার চালান—কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। তিনি হন্ডুরাসের তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও বেইজিং থেকে দূরে থাকার ইঙ্গিতও দিয়েছেন।
নির্বাচনের আগে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ আসফুরাকে হন্ডুরাসে ‘স্বাধীনতার একমাত্র সত্যিকারের বন্ধু’ বলে সমর্থন জানান এবং তার পরাজয়ের ক্ষেত্রে মার্কিন সহায়তা বন্ধের হুমকিও দেন। গণনা বিলম্বের মধ্যেও ট্রাম্প প্রমাণ ছাড়াই জালিয়াতির অভিযোগ তোলেন। বিশেষজ্ঞদের মতে, লাতিন আমেরিকায় রক্ষণশীল জোট গঠনের কৌশলের অংশ হিসেবেই ট্রাম্পের এই সমর্থন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফল ঘোষণার পর আসফুরাকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা (ওএএস) জানায়, তারা নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা লক্ষ্য করেছে এবং শিগগিরই পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।
তেগুসিগালপায় জন্ম নেওয়া ৬৭ বছর বয়সী আসফুরা ফিলিস্তিনি বংশোদ্ভূত। সাবেক মেয়র হিসেবে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি—‘পাপি, আপনার সেবায়’ নামে পরিচিত। তবে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের তদন্ত চলছে—যা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



