জুমবাংলা ডেস্ক: জেলা পর্যায়ে আজ হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
আজ সকালে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন হবিগঞ্জ- আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জি,প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি
বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী খেলায় মাধবপুর উপজেলা লাখাই উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্যভাবে শেষ হলে ট্রাইবেকার মাধবপুর-৪-৩ গোলে বিজয়ী হয়। পরে বঙ্গমাতা গোল্ডকাপেও মাধবপুর উপজেলা লাখাই উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে।
টুর্ণামেন্টে হবিগঞ্জের ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভাসহ ১০টি দল অংশ গ্রহণ করছে। ৮ জুন জালাল স্টেডিয়ামে উভয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।