সা্ইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা গ্রাম থেকে ১২০০ পিচ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ (চাকু) এক যুবককে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের বিনোদ গালা গ্রাম থেকে হরিরামপুর থানা উপ-পরিদর্শক অতুল কুমার ও রুস্তম আলীর নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আল আমিনকে (১৮) আটক করেছে। আটককৃত আল আমিন বিনোদ গালা গ্রামের সেলিমের ছেলে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিতে বিনোদ গালা এলাকায় অভিযান চালিয়ে আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১২০০ পিছ ইয়াবা, চাকু জব্দ ও মাদক বিক্রির ৪৬৫ টাকাও জব্দ করা হয়েছে। তবে আরেক মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি টিটু পালিয়ে যায়।
আটককৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।