আন্তর্জাতিক ডেস্ক: বড় জোর দেড় থেকে দুই হাজার ইউরো দাম পাওয়ার কথা। কিন্তু নিলামে গ্রাহকদের দীর্ঘ দর কষাকষিতে বিক্রি হলো প্রায় ৯০ লাখ ইউরোতে। খবর সিএনএন।
এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে ফ্রান্সের ওসেনাত নিলাম ঘরে। নীল ও সাদা রঙের একটি চীনা পোর্সেলিন পাত্রটি প্রত্যাশিত দামের চেয়ে চার হাজার গুণ বেশীতে বিক্রি হয়। যা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে কোম্পানির ওয়েবসাইটেও।
ড্রাগন ও মেঘের ছবিতে সজ্জিত গোলাকার পাত্রটির গলার দিকটা লম্বা। এই শ্রেণীর পাত্র থিয়ানকিউফিং বা স্বর্গীয় পাত্র হিসেবে পরিচিত।
নিলামঘর ওসেনাতের স্বত্বাধিকারী জ্যাঁ পিয়েরে ওসেনাত বিস্ময় প্রকাশ করেছেন এ ঘটনায়। তিনি মনে করেন, এ ঘটনা পাত্রটির প্রকৃত মালিকের জীবন পুরোপুরি বদলে দেবে। প্রায় ৩০ বছর ধরে এটি তার ব্যক্তিগত সংগ্রহে ছিল।
পাত্রটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ৩০০ থেকে ৪০০ জন ক্রেতা। তাদের মধ্য থেকে জামানত গ্রহণের শর্তে ৩০ জনকে বাছাই করা হয়। ১৫ জন অংশ নেন টেলিফোনে আর ১৫ জন সরাসরি উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে দাম ৫০ লাখ ইউরো অতিক্রম করার পরও ১০ জনই নিলামে দর হেঁকেই যাচ্ছিলেন।
এত উচ্চ মূল্যে বিক্রির অভিজ্ঞতা ওসেনাতের ইতিহাসে নেই। এর আগে বেশি দামে বিক্রির রেকর্ড ছিল ২০০৭ সালে। তখন মারেনগোর যুদ্ধে নেপোলিয়নের ব্যবহৃত তরবারি বিক্রি হয়েছিল ৬৪ লাখ ডলারে।
জ্যাঁ পিয়েরে ওসেনাত চীন পাত্রটিকে বিশ শতকের বলেই মনে করেন। অথচ নিলামে অংশগ্রহণকারীদের বিশ্বাস আঠারো শতকের বলে। তার মতে, ভুল করে পণ্যটিকে দুর্লভ ভাবার মতো নিলামে দুয়েকজন মানুষ থাকে, কিন্তু ৩০০ মানুষের এমন ভাবাটা বেশ বিস্ময়কর।
সাম্প্রতিক সময়ে চীনা ক্রেতারা তাদের হারানো ঐতিহ্যের নিদর্শনগুলো সংগ্রহের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। এই পাত্রটির ক্রেতাও চীনা।
দেড় বছর পর চালু হলো আকর্ষণীয় ও সর্বাধুনিক ইসলামী শিল্পকলা জাদুঘর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।