জুমবাংলা ডেস্ক : বরিশালে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জেলা পুলিশের আইসিটি শাখা ও ডিবি পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনগুলো উদ্ধার করেছে।
সোমবার দুপুরে বরিশাল জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্ট ফোনগুলোর মালিকদের অভিযোগের ভিত্তিতে ১২টি ফোন উদ্ধার করা হয়। সব ফোনই প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে প্রযুক্তির মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়েছে, সেই প্রযুক্তির মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করাসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব।
বরিশাল জেলা পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।