স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। চার ম্যাচ থেকে একটি হাফসেঞ্চুরিতে লিটন করেছেন ১৪২ রান আর সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ৩ ম্যাচ থেকে করেছেন ১৫৪ রান।
হারের ম্যাচে ব্যাট হাতে এদিন সাকিব করেন ৬৮ রান। আর বার্থডে বয় লিটন খেলেন ৪২ বলে ৬৯ রানের দারুণ ইনিংস।
তবে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে ভালো করার টিপস নেন লিটন দাস। আর তাদের তিনজনের কথোপকোথনের এমনই একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজ। ক্যাপশনে তারা লিখেছে ‘শিক্ষার কোনো শেষ নেই’
এই ভিডিওতে দেখা যাচ্ছে বাবর ও রিজওয়ান দুইজনই লিটনকে কিভাবে আরো ভালো করা যায় তার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। রিজওয়ানকে বারবার বলতে শোনা যায়, হার্ডওয়ার্কই সাফল্যের একমাত্র পথ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।