বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্পূর্ণ কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই বাইকটি। কোম্পানি জানাচ্ছে, এখন অর্ডার করলে ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে এই বাইকটি। Novus কোম্পানির ইলেকট্রিক বাইকের পুরো বডি ফ্রেম ও সমস্ত যন্ত্রপাতি যেমন চাকার রিম, ফর্ক সমস্ত কার্বন ফাইবারের তৈরি। এর জন্য ব্যাটারি বাদ দিলে মাত্র সাত কিলোগ্রাম ওজন।
বাইকটির। ব্যাটারি ধরলে বাইকটির ওজন দাঁড়ায় ৭৫ কিলোগ্রামে, যা একটি সাধারণ বাইকের তুলনায় অনেকটাই কম। এই সি’ঙ্গেল সিটার বাইকে একটি ১৮ কিলোওয়াট এর মোটর আছে যা 24 HP শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার এবং মাত্র তিন সেকেন্ডে বাইকটি ০-৫০ কিলোমিটার যেতে পারে।
একবার ফুল চার্জে বাইকটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মাত্র এক ঘন্টা চার্জ দিলে এর ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। বাইকটিতে অত্যাধুনিক কি লেস প্রযুক্তি আছে অর্থাৎ
আপনার স্মা’র্টফোনের এনএফএসসি দ্বারা বাইক আনলক করতে পারবেন। বাইকটির দাম ৫০ হাজার ইউরো, যা একটি Tesla Model 3 ইলেক্ট্রিক গাড়ির সমান। তাই এত টাকা দিয়ে এই বাইকটি কেনা কতটা যুক্তিস’ঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।