স্বাস্থ্য ডেস্ক : দেশের হাসপাতালগুলোর আইসিউতে দামি যন্ত্রপাতি ব্যবহার না করে ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সাথে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মোয়াররফ হোসেনের অবসরকালীন ভাতা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
এছাড়া অবহেলার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন এবং ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের আইসিইউর জন্য আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন কেনা হয়। কিন্তু সে সেটি ব্যবহার না করে আইসিইউর এক কোণে অযত্নে ফেলে রাখা হয়। এখন হাসপাতালটির আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজনীয় কোনো ব্যবস্থাও নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।