স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লক্ষ্যে স্কোয়াডে ভিড়ানো হয়েছে পেসার শফিউল ইসলামকে। আজ ২৩ জুলাই মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিআরও রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জানা গেছে, আগামী ২৬ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরজের লক্ষ্যে ২৪ তারিখ কলম্বো পৌঁছাবেন শফিউল।
বাংলাদেশ ১৫ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, রুবেল হোসেন, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
এদকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার শ্রীলংকার কলম্বোর পি সারা ওভারে দেশটির বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। যাতে ৫ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।