Advertisement
রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেলে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, রোববার (২১ জুলাই) রাতে ৩টার দিকে ওই হোস্টেলে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে রুমের আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
তবে, হোস্টেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।